সম্প্রতি প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং ফর ইনোভেশন (উরি) ২০২৫’-এর তালিকায় বিশ্বের শীর্ষ ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৫৭তম স্থান অর্জন করেছে উত্তরা ইউনিভার্সিটি। আগের বছর (২০২৪) এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ২৭৬তম, অর্থাৎ এবার তারা ১৯ ধাপ অগ্রসর হয়েছে।
এই অগ্রগতি বাস্তবভিত্তিক প্রভাব, প্রগতিশীল শিক্ষা ও উদ্ভাবনের প্রতি বিশ্ববিদ্যালয়টির অঙ্গীকারের প্রতিফলন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
‘ডটজও’ প্রকাশিত এই র্যাংকিং একাডেমিক সূচকের বাইরে গিয়ে সৃজনশীলতা, উদ্ভাবন ও সামাজিক অবদানের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নির্ধারণ করে। এবারের গ্লোবাল র্যাংকিংয়ে উত্তরা ইউনিভার্সিটি অবকাঠামো উন্নয়ন ও প্রযুক্তি বিভাগে বিশ্বে প্রথম, বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ড ও সুনাম বিভাগে নবম এবং এসডিজি ভিত্তিক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় দশম স্থান অর্জন করেছে।
এ অর্জনকে আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে উল্লেখ করে উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা বলেন, “এই স্বীকৃতি শুধু উত্তরা ইউনিভার্সিটির নয়, এটি বাংলাদেশেরও গর্ব।”
উপ-উপাচার্য ড. গৌর গোবিন্দ গোস্বামীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানানো হয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে।
তারা জানান, গুণগত শিক্ষা ও উদ্ভাবনের ধারায় উত্তরা ইউনিভার্সিটি আগামীতেও এগিয়ে যাবে এবং দেশ-সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিডি প্রতিদিন/আশিক