সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে যুবদল। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১১টায় খোন্দকার দেলোয়ার হোসেন কলেজ থেকে যুবদলের নেতাকর্মীরা মিছিল শুরু করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খালপাড় এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপুর সভাপতিত্বে এবং সদস্যসচিব তুহিনুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন আহমেদ কবীর, মাসুদ পারভেজসহ জেলা ও উপজেলার যুবদলের নেতাকর্মীরা।
নেতাকর্মীরা বলেন, বর্তমানে গোপালগঞ্জসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। বিএনপি ক্ষমতায় না থাকলেও একটি কুচক্রী মহল বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে এবং দলটির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করছে।
তারা গোপালগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর আওয়ামী লীগ, যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের ন্যক্কারজনক হামলার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিডি প্রতিদিন/জামশেদ