পটুয়াখালীতে তৃণমূল পর্যায়ের নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন ও উদ্বুদ্ধকরণে আয়োজিত কর্মশালা ও প্রশিক্ষণ ভাতা প্রদান অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ২৫০ জন নারীর মাঝে চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ১২টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে চেক তুলে দেন পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মহসিন উদ্দীন।
জাতীয় মহিলা সংস্থার পটুয়াখালী জেলা কর্মকর্তা সৈয়দ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্থাটির প্রশিক্ষণ কর্মকর্তা আবু নাঈমসহ সংশ্লিষ্ট ট্রেড প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা।
জাতীয় মহিলা সংস্থার ‘তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন’ প্রকল্পের আওতায় ফ্যাশন ডিজাইন, ক্যাটারিং, বিউটিফিকেশন, ইন্টেরিয়র ও ইভেন্ট ম্যানেজমেন্ট এবং বিজনেস ম্যানেজমেন্ট—এই পাঁচটি ট্রেডে ২৫০ জন নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে প্রশিক্ষণ ভাতা হিসেবে চেক বিতরণ করা হয়। এ উদ্যোগের মাধ্যমে নারীদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক সক্ষমতা অর্জনে সহায়তা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/জামশেদ