লক্ষ্মীপুরে ব্যাক্তিগত আক্রোশের জের ধরে রাশেদা বেগম নামে এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইমন নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার সকালে পৌর শহরের জেলা স্টেডিয়াম এর পূর্ব পাশে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, স্থানীয় লাহারকান্দি এলাকার বাসিন্দা মোবারক হোসেনের স্ত্রী রাশেদা বেগম তার স্বামীর মৃত্যুর পর একাই থাকতেন। সম্প্রতি তার প্রতিবেশী ইমনের স্ত্রীর সঙ্গে তুচ্ছ ঘটনায় বাক বিতণ্ডা হয়। এ নিয়ে ইমন ও তার স্ত্রীর মধ্যে বিবাদ সৃষ্টি হয়। তখন ইমন ওই নারীর উপর ক্ষুব্ধ হয়ে উঠে। এদিন ফজরের নামাজের সময় অজু করতে বের হলে তার ঘরে ঢুকে পড়ে ইমন। এক পর্যায়ে এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে রাশেদাকে হত্যা করে। পরে ঘরের পাঠাতনে উঠে লুকিয়ে থাকে সে। এসময় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘরের দরজা ভেঙ্গে ইমনকে আটক করা হয়, ওই নারীর মরদেহ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে পুলিশ।
এ ঘটনার সত্যতা নিশ্চত করেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর-সার্কেল) মো. রেজাউল হক। বলেন আনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন