পিছিয়ে পড়েও রিয়াল ওভিয়েদোর বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। লা লিগায় গত রাতে স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়েছে কাতালানরা। এই জয়ে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমাল হান্সি ফ্লিকের দল।
কার্লোস তার্তিয়েরে স্টেডিয়ামে ম্যাচের ৩৩ মিনিটে গোলরক্ষক হোয়ান গার্সিয়ার ভুল ক্লিয়ারেন্সের সুযোগ নিয়ে দুর্দান্ত এক দূরপাল্লার শটে স্বাগতিকদের এগিয়ে দেন আলবার্তো রেইনা। দ্বিতীয়ার্ধে খেলায় ফিরতে শুরু করে বার্সেলোনা। ৫৬ মিনিটে রোনাল্ড আরাউহোর ক্রসে ফেরান তোরেসের শট পোস্টে লেগে ফিরে আসে, ফিরতি বলে জালে পাঠান এরিক গার্সিয়া।
৬৫ মিনিটে রাফিনিয়ার বদলি হিসেবে নামেন রবার্ট লেভানদোভস্কি। নেমেই ২০ মিনিট বাকি থাকতে ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের ক্রসে দারুণ এক হেডে গোল করে দলকে এগিয়ে দেন অভিজ্ঞ পোলিশ স্ট্রাইকার। শেষ দিকে ৮৮ মিনিটে মার্কাস রাশফোর্ডের কর্নার থেকে হেডে গোল করেন রোনাল্ড আরাউহো।
চোটের কারণে এই ম্যাচেও ছিলেন না লামিনে ইয়ামাল। ছয় ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে রয়েছে বার্সেলোনা। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান এখন দুই পয়েন্টের। অন্যদিকে ওভিয়েদো ছয় ম্যাচে মাত্র তিন পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে রয়েছে।
বিডি প্রতিদিন/নাজিম