আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিন বেনাপোল-পেট্রপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে এ সময় বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ৪ অক্টোবর সকাল থেকে যথারীতি পুনরায় আমদানি ও রপ্তানি বাণিজ্য যথানিয়মে শুরু হবে। এ সময় কাস্টমস হাউস ও বন্দরের ভেতরের কাজ চালু থাকবে। ভারতীয় ট্রাকগুলো পণ্য খালাস করে নিজ দেশে ফিরে যেতে পারবে।
বিডি প্রতিদিন/নাজিম