ইলন মাস্কের মালিকানাধীন স্পেসশিপ নির্মাণ প্রতিষ্ঠান স্পেসএক্স দক্ষিণ টেক্সাসের স্টারবেস থেকে দশম স্টারশিপ উৎক্ষেপণ বাতিল করেছে। রবিবার রাতে উৎক্ষেপণের কথা থাকলেও প্রযুক্তিগত সমস্যার কারণে উৎক্ষেপণ স্থগিত করা হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, স্থল প্রযুক্তিগত সমস্যা মোকাবেলায় কিছুটা সময় লাগবে।
বর্তমানে স্টারশিপ ১০-এর পরবর্তী উৎক্ষেপণ সময়সূচি ঘোষণা করা হয়নি।
এই বছর স্পেসএক্সের একাধিক রকেট উৎক্ষেপণে বিপর্যয় ঘটেছে। কখনো উৎক্ষেপণের পর রকেট ধ্বংস হয়েছে, কখনো আগুন লেগে উৎক্ষেপণ আগেই বাতিল হয়েছে।
বিডি প্রতিদিন/আশিক