বসুন্ধরা কিংসের ডাগআউটে এবার নতুন মুখ। গুঞ্জনের সত্যতা মিলেছে দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন আর্জেন্টিনার মারিও গোমেজ। কিংসের ইতিহাসে তিনিই প্রথম আর্জেন্টাইন কোচ।
৬৮ বছর বয়সী এই কোচের খেলোয়াড়ি ক্যারিয়ার দীর্ঘ না হলেও কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। আর্জেন্টিনার ক্লাব টেম্পারলিতে খেলা শুরু করে ডিফেন্ডার গোমেজ পরে ফেরো কারিল ওয়েস্তের হয়ে ১৯৮২ ও ১৯৮৪ সালে লিগ শিরোপা জেতেন। তবে মাঠের বাইরে থেকেই তিনি বেশি পরিচিতি পেয়েছেন।
গোমেজ ইউরোপ ও এশিয়ার বিভিন্ন ক্লাবে কাজ করেছেন। স্পেনের লা লিগা ক্লাব মায়োর্কার প্রধান কোচ ছিলেন তিনি, আর ইতালির ইন্টার মিলান ও স্পেনের ভ্যালেন্সিয়ায় সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইন্টারে দায়িত্ব পালনকালে স্যামুয়েল ইতো, পাবলো আইমার, হার্নান ক্রেসপো এবং রোনালদো নাজারিওর মতো কিংবদন্তি ফুটবলারদের সঙ্গে কাজ করেছেন তিনি।
এশিয়ার ফুটবলে গোমেজের সবচেয়ে বড় সাফল্য এসেছে মালয়েশিয়ার ক্লাব জোহর দারুল তাজিমের হয়ে। ২০১৫ সালে ক্লাবটিকে এএফসি কাপ জেতান তিনি। একই মৌসুমে তার অধীনেই ক্লাবটি মালয়েশিয়ান সুপার লিগ, এফএ কাপ এবং চ্যারিটি শিল্ড জেতে। এছাড়া মালয়েশিয়ার জাতীয় দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন গোমেজ। সর্বশেষ তিনি ইন্দোনেশিয়ান ক্লাব বাহইয়াংকারা এফসিতে ছিলেন, যেখান থেকে গত বছর বরখাস্ত হন।
বসুন্ধরা কিংসের ইতিহাসে এবারই প্রথম কোনো আর্জেন্টাইন কোচ দায়িত্ব নিচ্ছেন। তবে আগেই ক্লাবটিতে খেলেছেন আর্জেন্টিনার বেশ কয়েকজন ফুটবলার। ২০২০ সালে কিংসের হয়ে খেলেন আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক ফরোয়ার্ড হের্নান বারকোস। তার আগের বছর মিডফিল্ডার নিকোলাস দেলমন্তে খেলেন কিংসের হয়ে। সর্বশেষ মৌসুমে আর্জেন্টাইন ফরোয়ার্ড হুয়ান লেসকানো ছিলেন দলে।
বিডি প্রতিদিন/মুসা