চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার স্টেশন রোড এলাকায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের মোটেল সৈকত বার ও রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকাল সাড়ে আটটার দিকে আগুন লাগার এ ঘটনা ঘটে। আগুনে বারের একটি অংশ পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের তথ্যানুযায়ী, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে রেস্তোরাঁর উপরের অংশ থেকে ধোঁয়া উঠতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে সেখানে যান।
বিডি প্রতিদিন/এমআই