টানা পঞ্চমবারের মতো গ্রাহকদের কাছে সর্বোচ্চ স্বীকৃতি পেয়েছে হুয়াওয়ের সফটওয়্যার ডিফাইন্ড ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (এসডি-ওয়্যান) সল্যুশন। এ সল্যুশন গ্রাহকদের কাছ থেকে ৫/৫ পূর্ণ স্কোর এবং ১০০% ‘উইলিংনেস টু রেকমেন্ড’ অর্জন করেছে।
সম্প্রতি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান গার্টনার “২০২৫ গার্টনার® পিয়ার ইনসাইটস™ ভয়েস অফ দ্য কাস্টমার ফর এসডি-ওয়্যান” শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে। এতে উল্লেখ করা হয়- হুয়াওয়ের এসডি-ওয়্যান সল্যুশন ছোট, মাঝারি ও বড় প্রতিষ্ঠানসহ অপারেটরদের নেটওয়ার্ক আন্তঃসংযোগের জন্য সমানভাবে কার্যকর।
বিস্তৃত সংযোগ, উন্নত মান, হাইপার-কনভারজেন্স এবং বুদ্ধিমত্তাভিত্তিক অপারেশন ও মেইনটেনেন্সের জন্য এটি গ্রাহকদের প্রথম পছন্দ হয়ে উঠেছে। এই সল্যুশনের মাধ্যমে ৫জি, এলটিই, প্রাইভেট লাইন এবং ইন্টারনেট আপলিঙ্কসহ বিভিন্ন সংযোগ ব্যবহারের সুযোগ থাকে।
ইউনিফাইড ল্যান/ওয়্যান ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে কেন্দ্রীভূত নিয়ন্ত্রণ, অ্যাপ্লিকেশনভিত্তিক ইন্টেলিজেন্ট ট্র্যাফিক স্টিয়ারিং এবং ওয়্যান অপ্টিমাইজেশন প্রযুক্তি ব্যবহার করে প্রতিষ্ঠানগুলো সহজে বুদ্ধিমত্তাসম্পন্ন নেটওয়ার্ক গড়ে তুলতে পারছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ