নিরাপদ সমুদ্র ভ্রমণ নিশ্চিত করতে পর্যটকদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। নির্দেশনায় বলা হয়েছে, সমুদ্র সৈকতে লাল পতাকা চিহ্নিত স্থানে পানিতে নামা যাবে না।
পর্যটকদের সার্বিক নিরাপত্তায় জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ, বিচকর্মী ও লাইফগার্ড নিয়োজিত থাকবেন। নির্দেশনায় নিরাপদ সমুদ্রসীমার বাইরে এবং লাইফগার্ড সার্ভিসবিহীন এলাকায় পানিতে নামা থেকে বিরত থাকতে বলা হয়েছে। কারণ এ ধরনের এলাকায় দুর্ঘটনা ঘটলে দ্রুত কোনো সহায়তা পাওয়া যায় না।
পানিতে নামার আগে জোয়ার-ভাটা, বিপদ সংকেত ও আবহাওয়ার অবস্থা সম্পর্কে জানা বাধ্যতামূলক। বিশেষ করে ভাটার টান চলাকালীন বা প্রতিকূল আবহাওয়ায় পানিতে না নামার পরামর্শ দেওয়া হয়েছে। সাঁতার না জানা ব্যক্তিদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে।
এছাড়া সব হোটেল, মোটেল, গেস্ট হাউজ ও রিসোর্টকে পর্যটকদের জন্য লাইফ জ্যাকেট সরবরাহ নিশ্চিত করতে হবে। টিউবকে লাইফগার্ড সরঞ্জাম হিসেবে ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়েছে। শিশুদের সবসময় অভিভাবকের তত্ত্বাবধানে রাখতে হবে এবং অপ্রাপ্তবয়স্ক শিশু নিয়ে সৈকতে গেলে তাদের ছবি মোবাইলে সংরক্ষণে রাখতে বলা হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়, পানির তীব্র স্রোত, ঘূর্ণি স্রোত, উল্টো স্রোত ও নিম্নমুখী প্রবাহ অত্যন্ত বিপজ্জনক। সমুদ্রতটে বালি সরে গিয়ে তৈরি হওয়া ছোট-বড় গর্তেও দুর্ঘটনা ঘটতে পারে। এ ধরনের পরিস্থিতিতে সমুদ্রে নামা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।
অপ্রশিক্ষিত ব্যক্তির মাধ্যমে উদ্ধার তৎপরতা চালানো বিপজ্জনক উল্লেখ করে মন্ত্রণালয় জানিয়েছে, এতে উদ্ধারকারীর জীবনও ঝুঁকির মুখে পড়তে পারে।
বিডি প্রতিদিন/আশিক