রংপুরের গঙ্গাচড়ায় মহিপুর তিস্তা সেতুতে বন্ধুদের সঙ্গে নিয়ে ভিডিও কন্টেন্ট তৈরি করতে সেতু থেকে নদীতে লাফ দিয়ে নিখোঁজ নিরব রায় উৎসের (১৮) লাশ উদ্ধার হয়েছে। নিখোঁজের তিনদিন পরে ঘটনাস্থল থেকে ১০ কিলোমিটার দূরে গঙ্গাচড়ার মর্নেয়ার আলমার বাজার ডাউকির চরে তার লাশ ভেসে উঠে।
পরে স্থানীরা লাশ উদ্ধার করে পুলিশে খবর দেয়। শনিবার বিকেল ৫টার দিকে নিরব নিখোঁজ হন। নিরব রায় উৎস নীলফামারীর জলঢাকা উপজেলার পশ্চিম বাংলা গ্রামের বাসিন্দা তপন রায়ের ছেলে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে নিরব রায় উৎসসহ তার বন্ধুরা নদীপাড়ে ঘুরতে আসেন। রংপুর সরকারি কলেজে পড়ালেখার সুবাদে একই মেসে থাকেন তারা সাত বন্ধু। সেতুতে ঘুরতে এসে বিকেল ৫টার দিকে ভিডিও কনটেন্ট তৈরির উদ্দেশ্যে তিন বন্ধু শাকিল, নিরব ও রুপম সেতু থেকে নদীতে লাফ দেন। এদের মধ্যে শাকিল ও রুপম কয়েক মিনিটের মধ্যে সাঁতরে উঠতে পারলেও নিরব তলিয়ে যান। এর পরে রংপুরের ঢায়ার সর্বিসের ডুবরি দল শনিবার থেকে রবিবার পর্যন্ত অভিযান চালিয়ে লাশ উদ্ধার করতে পানেনি। সোমবার সকাল ৮ টার দিকে তিস্তা সেতু থেকে ১০ কিলোমিটার দূরে চরে তার লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
গঙ্গাচড়া মডেল থানার ওসি আল-এমরান বলেন,যুবকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে একটি ইউডি মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল