সম্পূরক বৃত্তি, জকসু নীতিমালা প্রণয়ন ও সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টানা চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে তাদের অবস্থান দেখা যায়। শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জবি শাখার আহ্বায়ক ফয়সাল মুরাদ বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সাথে তামাশা করছে। আমরা চার দিন ধরে আন্দোলন করছি, অথচ এখনো কোনো সুস্পষ্ট নির্দেশনা আসেনি।”
এর আগে রবিবার আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে ‘নো ওয়ার্ক’ কর্মসূচির অংশ হিসেবে তালা ঝুলিয়ে দেন। এ সময় উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্রকল্যাণ পরিচালক, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন। পরে রাত ১২টায় তালা খোলা হলে প্রশাসনিক কর্মকর্তারা রাত ১টার দিকে ভবন ত্যাগ করেন। তবে শিক্ষার্থীরা সারারাত ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যান।
আন্দোলনে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আরিফুল ইসলাম বলেন, “প্রশাসনের গড়িমসিতে আমাদের বৃত্তি ও জকসু আটকে আছে। তারা যদি রোডম্যাপ দিত, তবে আমরা আন্দোলন করতাম না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
বিডি প্রতিদিন/আশিক