এশিয়া কাপ শুরুর আগেই ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চরমে। মাঠে বল গড়ানোর আগেই শুরু হয়ে গেছে কথার লড়াই। এবার সে লড়াইয়ে সরাসরি হুঁশিয়ারি দিয়ে সামনে এলেন পাকিস্তানি পেসার হারিস রউফ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ ভাইরাল হওয়া এক ভিডিওতে এক ভক্তের প্রশ্নের জবাবে রউফ বলেন, “দুই ম্যাচই আমাদের, ইনশাআল্লাহ। ভারতকে দু’বারই হারাবে পাকিস্তান।”
আসন্ন এশিয়া কাপে ভারত ও পাকিস্তান পড়েছে একই গ্রুপে। ফলে গ্রুপপর্বে একবার মুখোমুখি হওয়া নিশ্চিত, তবে সুপার ফোর ও ফাইনালে পৌঁছালে আরও এক বা দুইবার হতে পারে ক্রিকেট বিশ্বের সবচেয়ে প্রতীক্ষিত এই দ্বৈরথ।
চূড়ান্ত সূচি অনুযায়ী, এশিয়া কাপ শুরু হচ্ছে আগামী ৯ সেপ্টেম্বর। ভারতের প্রথম ম্যাচ ১০ সেপ্টেম্বর, প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। আর পাকিস্তান মাঠে নামবে ১২ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে।
প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে ১৪ সেপ্টেম্বর।
এই টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানের পাশাপাশি একই গ্রুপে রয়েছে ওমান ও সংযুক্ত আরব আমিরাত।
দুই দলই ইতোমধ্যে তাদের স্কোয়াড ঘোষণা করেছে। ভারতের নেতৃত্বে আছেন সুর্যকুমার যাদব, আর পাকিস্তানকে নেতৃত্ব দেবেন সালমান আলী আগা।
বিডি প্রতিদিন/মুসা