সিরাজগঞ্জের শাহজাদপুর থানার বিশেষ অভিযানে ঢাকার সাভার থেকে আওয়ামী লীগ নেত্রী রূপা ও তার স্বামীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৩টি মামলার আসামি রূপার মধ্যে ৬টিতে রয়েছে আদালতের সাজা।
রবিবার রাতে সাভারের একটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃত রূপা সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ছোট বিনাদ্যায়ির গ্রামের বাসিন্দা।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলী জানান, রূপা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় অবস্থান পরিবর্তন করে এবং ছদ্মনামে আত্মগোপনে ছিলেন। প্রতারণা ও অর্থ আত্মসাতসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল রবিবার রাতে সাভারে অভিযান চালিয়ে রূপা, তার স্বামী মাহফুজুর রহমানসহ তিনজনকে গ্রেফতার করে।
সোমবার সকালে তাদের সিরাজগঞ্জের শাহজাদপুর চৌকি আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি।
পুলিশ সূত্রে জানা গেছে, রূপার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বেশিরভাগই প্রতারণা, অর্থ আত্মসাত ও বিশ্বাসভঙ্গজনিত অপরাধ সংক্রান্ত। অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/মুসা