চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বিক্রয় নিষিদ্ধ ১ হাজার ২০ লিটার সয়াবিন তেলসহ মো. ইকবাল নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে প্রশাসন। সোমবার (২৫ আগস্ট) সকাল ৮টা থেকে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। এ সময় জব্দ করা হয় মজুদকৃত তেল।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী জানান, নানুপুর বাজারে এক ব্যবসায়ী টিসিবির তেল অবৈধভাবে মজুদ করছে—এমন খবরে অভিযান চালানো হয়। নানুপুর কাঁচাবাজার সংলগ্ন কামাল স্টোর থেকে ১ হাজার ২০ লিটার তেল মজুদের প্রমাণ মেলে।
পরে তেলগুলো জব্দ করা হয় এবং ব্যবসায়ী ইকবালকে আটক করে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল