আপনি কি গুগলের এআই অ্যাপ ‘জেমিনি’ ব্যবহার করেন? তার সঙ্গে কথা বলেন, তথ্য খোঁজেন, ছবি তৈরি করান কিংবা ছবি দেখিয়ে কিছু খুঁজে বের করতে বলেন? কিন্তু জানেন কি, এইসব কাজ করার সময় জেমিনাই আপনার অ্যান্ড্রয়েড ফোনের কত গভীরে পৌঁছে যাচ্ছে?
গত সপ্তাহেই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের একাংশকে একটি বিশেষ বার্তা দিয়েছে গুগ্ল। তারা বলছে, ‘‘জেমিনি শিগিগিরই আপনাকে আপনার ফোন, মেসেজ এবং হোয়াট্সঅ্যাপ ব্যবহার করতে সাহায্য করতে পারবে।’’ তার জন্য জেমিনি অ্যাপ খোলার দরকার নেই। অ্যান্ড্রয়েড ফোনে জেমিনি বন্ধ থাকলেও এ কাজে সাহায্য করতে পারবে গুগ্লের এআই অ্যাপ! কিন্তু কী করে?
সে প্রশ্নের উত্তর রয়েছে গুগ্লের নিজস্ব ওয়েবসাইটে। সেখানে লেখা আছে, ‘‘জেমিনি অ্যাপ আপনাকে সরাসরি গুগ্লের এআই সুযোগ সুবিধার সঙ্গে জুড়ে দেয়। আপনার সমস্ত চ্যাট আপনার অ্যাকাউন্টে অন্তত ৭২ ঘণ্টা সেভ করা থাকবে। সে আপনার ফোনে জেমিনি অ্যাপ্লিকেশনটি খোলা থাকুক বা বন্ধ।’’
অর্থাৎ এটুকু ভাবতে খুব বেশি বুদ্ধি খরচ করতে হয় না যে, গুগ্ল আপনার অনুমতির পরোয়া না করেই আপনার ব্যক্তিগত তথ্য মজুত করে। আর সেই ব্যক্তিগত তথ্যের মধ্যে আপনার হোয়াট্সঅ্যাপ চ্যাটও থাকতে পারে। গুগ্লের যুক্তি হতে পারে, এ ভাবে ব্যবহারকারীর কাজ সহজ করে দিচ্ছে জেমিনাই। প্রয়োজন মতো রিপ্লাই দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। নিজেকে মেসেজ টাইপও করতে হচ্ছে না অনেক ক্ষেত্রে। কিন্তু তাতে তো গোপনীয়তার অধিকার নষ্ট হচ্ছে!
হোয়াট্সঅ্যাপ চ্যাটকে 'এন্ড টু এন্ড এনক্রিপটেড' বলে দাবি করে মেটা। তারা এ-ও বলে, হোয়াট্সঅ্যাপ চ্যাট অন্য কেউ তো দূর অস্ত, সংস্থাটি নিজেও তা দেখতে পারে না। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে, সেই সীমারেখাও সীমিত স্তরে কার্যকরী। যেহেতু অ্যাপের নোটিফিকেশন মেটার নিয়ন্ত্রণাধীন নয়, তাই সেখান থেকে সহজেই তথ্য সংগ্রহ করতে পারে গুগ্ল।
যেভাবে জেমিনি অ্যাপের নজরদারি বন্ধ করবেন:
প্রথমে অ্যান্ড্রয়েড ফোন থেকে জেমিনি অ্যাপ খুলুন। প্রোফাইল পিকচারের আইকনে ক্লিক করে মেনু থেকে ‘জেমিনি অ্যাপ অ্যাক্টিভিটি’ সিলেক্ট করুন। তাতে একটি নতুন পেজ খুলবে। সেই পেজে আপনি একটি বাটন পাবেন ওই নজরদারি বন্ধ করার।
যদিও তার পরেও আপনার ব্যক্তিগত তথ্য ৭২ ঘণ্টার জন্য সেভ করবে জেমিনাই। তার পরেও যদি আপনি চান জেমিনাই আপনার বিশেষ কিছু অ্যাপের তথ্য না দেখুক, তবে জেমিনাই অ্যাপে আপনার প্রোফাইল ছবিতে ক্লিক করে অ্যাপ বাটনে গিয়ে শুধু সেই অ্যাপগুলি বেছে নিন, যা আপনি জেমিনাইকে দেখতে দিতে চান। বাকি অ্যাপগুলিকে ডিজেবল করে দিন। সূত্র: আনন্দবাজার
বিডি প্রতিদিন/নাজিম