কুতুবদিয়ার নিখোঁজ আজিজুল হক (৩০) নামের এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের অলিপাড়ার পশ্চিমে সাগরতীর থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। ওই জেলে একই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বড়ইতলী গ্রামের আবু ছৈয়দের পুত্র।
এ বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন। তিনি জানান, এখনও পর্যন্ত নিহত জেলের পরিবার অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তের সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পারিবারিক ও থানার সূত্রে জানা যায়, মঙ্গলবার উত্তর ধূরুং ইউনিয়নের মুন্সির হাজির পাড়ার ইউনুস কোম্পানির ফিসিং নৌকা করে ইলিয়াস মাঝিসহ ১০ জন জেলেকে নিয়ে সাগরে মাছ শিকারে যায়। কিন্তু, সাগর উত্তাল ও বৈরী আবহাওয়ার কারণে মাঝিমাল্লাসহ মাছ শিকার না করে কুতুবদিয়ার উদ্দেশ্য ফেরার পথে নোঙ্গরে থাকা জাহাজের সাথে ধাক্কা লেগে ফিসিং নৌকাটি ডুবে যায়। মুহূর্তের মধ্যে বিভিন্ন মাধ্যমে ৯ জন জেলে উদ্ধার হয়। তবে, আজিজুল হক নামের এক জেলে নিখোঁজ হয়। তিনদিন পর ওই জেলের মরদেহ দক্ষিণ ধূরুং ইউনিয়নের অলিপাড়ার পশ্চিমে সাগরতীর থেকে উদ্ধার করে পুলিশ। নিহত জেলের তিন মেয়ে ও এক ছোট্ট ছেলে রয়েছে। এদিকে, আজিজুল হকের ভাই মিজানুর রহমানের অভিযোগ, তার ভাইয়ের মরদেহ উদ্ধার করতে কোম্পানি ইউনুসের অবহেলাকে দায়ী করেন। বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট প্রশাসনকে অনুরোধ করেন।
এ বিষয়ে কোম্পানি ইউনুস জানান, তার নৌকাটি জাহাজের সাথে ধাক্কা লেগে সাগরে ডুবে যায়। এ ঘটনায় মাঝিমাল্লাসহ সবাই নিরাপদে রয়েছে বলে প্রাথমিক সংবাদ আসে। পরে, আজিজুল হকের নিখোঁজের খবর পেয়ে মাঝি ইলিয়াসকে নিয়ে ২টি নৌকায় সাগরের বিভিন্ন স্থানে খোজাখুজি করেছি। এতে কোন আমাদের গাফিলতি নেই বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এএম