কেনিয়ায় এক স্প্যানিশ পর্যটকের বেপরোয়া আচরণ ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ওই পর্যটক স্থানীয় জনপ্রিয় পানীয় ‘টাস্কার’ বিয়ারের ক্যান থেকে কিছুটা পান করার পর বাকিটা ঢেলে দেন এক হাতির শুঁড়ে।
ভিডিওটি প্রথমে ইনস্টাগ্রামে পোস্ট করা হলেও স্থানীয়দের তীব্র সমালোচনার মুখে তা সরিয়ে ফেলা হয়। জাস্ট অ্য টাস্কার উইথ অ্য টাস্কড ফ্রেন্ড ক্যাপশন দিয়ে শেয়ার করা ওই ভিডিওর শুটিং হয়েছে লাইকিপিয়ার বিখ্যাত ওই জোগি কনজারভ্যান্সিতে।
সংস্থাটির এক কর্মকর্তা বিস্ময় প্রকাশ করে বলেন, এমন ঘটনা কখনোই ঘটতে দেওয়া উচিত নয়। আমরা সংরক্ষণকেন্দ্র, এখানে হাতির কাছে যাওয়া পর্যন্ত অনুমোদিত নয়।
এদিকে কেনিয়া ওয়াইল্ডলাইফ সার্ভিস ঘটনাটি তদন্ত করছে।
ভিডিওতে যে হাতিটিকে বিয়ার খাওয়ানো হয়েছে, তাকে শনাক্ত করা গেছে। এটি ‘বুপা’ নামে পরিচিত এক পুরুষ হাতি হিসেবে। বুপাকে ১৯৮৯ সালে জিম্বাবুয়ের একটি গণহত্যা থেকে উদ্ধার করে এই সংরক্ষণকেন্দ্রে আনা হয়েছিল। বর্তমানে এটি দর্শনার্থীদের কাছে খুবই পরিচিত।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল