বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় মাজার জামে মসজিদের উন্নয়নে ৭৫ লক্ষ টাকা বরাদ্দ ঘোষণা করা হয়েছে। শুক্রবার জুমার নামাজ আদায় শেষে জেলা বিএনপির সহ-সভাপতি মীর শাহে আলম এই ঘোষণা দেন।
এ সময় মীর শাহে আলম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহযোগিতায় মহাস্থান মাজার জামে মসজিদ কমপ্লেক্স উন্নয়নের জন্য ৫০ লক্ষ টাকা এবং মহাস্থান হাট মসজিদ নতুন করে নির্মাণের জন্য ২৫ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। পতিত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে বগুড়ার কোনো উন্নয়ন হয়নি। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতন হলে বগুড়ায় সিটি কর্পোরেশন, বিমানবন্দর, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনসহ নানা উন্নয়ন চলমান রয়েছে।
তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়ার সন্তান। তিনি বগুড়াকে নিয়ে ভাবেন। তাই তিনি বগুড়ার উন্নয়নে এই ৭৫ লক্ষ টাকা বরাদ্দ দিয়ে সহযোগিতা করেছেন।
বরাদ্দের টাকা ঘোষণার পর মুসল্লিরা তারেক রহমান ও মীর শাহে আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নামাজ শেষে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল