সংযুক্ত আরব আমিরাতে নতুন আইফোন ঘিরে তুমুল উন্মাদনা শুরু হয়েছে। অ্যাপলের বার্ষিক শরৎকালীন ইভেন্টের আগে থেকেই দুবাই, দেইরা ও শারজাহর দোকানগুলোতে ক্রেতারা ভিড় জমাচ্ছেন শুধু নতুন আইফোন ১৭ বুক করার জন্য।
রিটেইলাররা জানিয়েছেন, অনেক ক্রেতা আগেভাগেই ৫০০ দিরহাম জমা দিয়ে নাম লিখিয়ে রাখছেন। যাতে তারা সবার আগে হাতে পান কাঙ্ক্ষিত ডিভাইসটি। অ্যাপলের নতুন ফোনটির আনুষ্ঠানিক মুক্তি সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে হওয়ার কথা।
দেইরার ফোন লাইন স্টোরের ম্যানেজার মইদীন মুস্তাফা বলেন, অনেক ক্রেতা শুধু প্রথম দিনেই ফোনটি হাতে পাওয়ার জন্য বুকিং দিচ্ছেন। কেউ কেউ অন্য আমিরাত বা এমনকি বিদেশ থেকেও এসে আগাম নাম লিখিয়ে যাচ্ছেন। অনেকে চান ইনস্টাগ্রামে প্রথম দিনেই নতুন আইফোন দেখাতে।
শারজাহর স্মার্ট 'ফোন'টিকের মালিক তায়্যব হাসান জানান, প্রতিদিন ক্রেতারা নতুন আইফোনের দাম, ডিজাইন ও ফিচার নিয়ে প্রশ্ন করছেন। অনেকে মজা করে বলেন, আমাদের হয়তো অ্যাপলের সাথে গোপন যোগাযোগ আছে! কিন্তু আসল তথ্য সবাই জানতে পারে কেবল লঞ্চ ইভেন্টের দিন।
ক্রেতাদের বড় প্রশ্ন—অ্যাপল ঘোষণার পরপরই কি তারা হাতে পাবেন নতুন ফোন? মুস্তাফা জানান, আমরা নিজেরাও অধীর আগ্রহে অপেক্ষা করছি। কিছু গ্রাহককে অবশ্যই প্রথম দিনেই ফোন দিতে পারব।
প্রতিবছরের মতো এবারও আইফোনকে ঘিরে তৈরি হয়েছে এক ধরনের সাংস্কৃতিক মুহূর্ত। শুধুমাত্র একটি ফোন কেনা নয় বরং প্রথম ক্রেতাদের দলে নাম লেখানোই অনেকের কাছে সম্মানের বিষয়।
গুঞ্জন চলছে, আইফোন ১৭ আসছে আরও পাতলা ডিজাইন, শক্তিশালী ব্যাটারি আর উন্নত ক্যামেরা নিয়ে। ফলে উন্মাদনা এবার শুরু হয়েছে আরও আগে থেকেই।
নতুন আইফোন ঘিরে এভাবে বার্ষিক উৎসবের মতো পরিবেশ তৈরি হওয়া এখন আমিরাতের খুচরা বাজারে এক নিয়মিত দৃশ্য।
সূত্র: খালিজ টাইমস
বিডি প্রতিদিন/নাজমুল