ব্যবহারকারীর অনুমতি ছাড়াই ব্যক্তিগত কথোপকথনে কান পাতার অভিযোগে ভার্চ্যুয়াল সহকারী সিরিকে ঘিরে করা একটি যৌথ মামলার (ক্লাস অ্যাকশন) নিষ্পত্তিতে সাড়ে ৯ কোটি ডলার ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল।
যুক্তরাষ্ট্রে ২০১৯ সালে করা এ মামলায় অভিযোগ ছিল, সিরি অনেক সময় অনিচ্ছাকৃতভাবে সক্রিয় হয়ে ব্যবহারকারীর ব্যক্তিগত আলাপ রেকর্ড করত, যা পরবর্তীতে মান যাচাইয়ের জন্য তৃতীয় পক্ষের ঠিকাদারদের কাছে পাঠানো হতো।
মামলাটি নিষ্পত্তি হয়েছে ২০২৫ সালের জানুয়ারিতে। অ্যাপল আদালতের বাইরে সমঝোতায় গিয়ে ৯৫ মিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেয়, যার একটি অংশ বিতরণ করা হবে ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীদের মধ্যে।
কারা আবেদন করতে পারবেন?
যারা ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত Siri-সমর্থিত যন্ত্র ব্যবহার করেছেন এবং এই সময়ের মধ্যে সিরি অনিচ্ছাকৃতভাবে সক্রিয় হয়ে তাদের ব্যক্তিগত বা গোপন কথোপকথন রেকর্ড করেছে, তারা এই ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া:
নির্ধারিত একটি ওয়েবসাইটে গিয়ে অনলাইন ফর্ম পূরণ করে আবেদন করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ জুলাই, ২০২৫। একজন ব্যবহারকারী সর্বোচ্চ পাঁচটি যন্ত্রের জন্য আবেদন করতে পারবেন।
প্রতি যন্ত্রের বিপরীতে সর্বোচ্চ ২০ ডলার করে ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ রয়েছে — অর্থাৎ একজন গ্রাহক সর্বোচ্চ ১০০ ডলার পর্যন্ত পেতে পারেন।
তবে আবেদন করলেই ক্ষতিপূরণ নিশ্চিত নয়। বৈধ আবেদন সংখ্যা ও যাচাই-বাছাইয়ের ভিত্তিতে চূড়ান্ত অর্থ প্রদান করা হবে।
অ্যাপলের প্রতিক্রিয়া:
অ্যাপল অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছে। প্রতিষ্ঠানটির ভাষ্য, তারা কখনোই সিরির মাধ্যমে সংগৃহীত ব্যবহারকারীর তথ্য বিপণন, বিজ্ঞাপন বা বিক্রির উদ্দেশ্যে ব্যবহার করেনি। তৃতীয় পক্ষকে এ ধরনের তথ্য সরবরাহের অভিযোগও তারা নাকচ করেছে।
সূত্র: ম্যাশেবল ডটকম
বিডি প্রতিদিন/জামশেদ