চলতি বছরের শুরুতে বেশ কিছু আইপ্যাড ও ম্যাক-এর আপডেট আনলেও ২০২৫ সালে আরও নতুন ডিভাইস বাজারে আনতে পারে অ্যাপল। এর বেশিরভাগই সেপ্টেম্বর বা অক্টোবরে উন্মোচনের সম্ভাবনা রয়েছে। তবে এর আগেও বেশ কিছু চমক দিতে পারে এই টেক জায়ান্ট।
আইফোন ১৭, ১৭ এয়ার এবং ১৭ প্রো: প্রতিবছর সেপ্টেম্বর মাসে নতুন আইফোন মডেল উন্মোচিত হয়, তাই এটি নতুন তথ্য নয়। তবে এ বছরটি হতে পারে আরও উত্তেজনাপূর্ণ। বিভিন্ন সূত্র জানিয়েছে, হালকা-পাতলা ডিজাইনে আসছে আইফোন ১৭ এয়ার। পাশাপাশি আইফোন ১৭ প্রো ও ১৭ প্রো ম্যাক্স-এর পেছনের ক্যামেরার ডিজাইনেও বড় পরিবর্তন আসতে পারে।
অ্যাপল ওয়াচ সিরিজ ১১: নতুন স্মার্টঘড়িতে রক্তচাপ মাপার সুবিধা এবং আরও কিছু স্বাস্থ্যবিষয়ক ফিচার যুক্ত হতে পারে। এছাড়া ওয়াচওএস-এর একটি নতুন আপডেটেরও গুঞ্জন রয়েছে, ফলে ইন্টারফেসে পরিবর্তন আসার সম্ভাবনাও রয়েছে।
অ্যাপল ওয়াচ আলট্রা ৩: গত বছর আলট্রা মডেল আপডেট না করলেও, এ বছর নতুন মডেল উন্মোচনের সম্ভাবনা রয়েছে।
অ্যাপল ওয়াচ এসই: ২০২৪ সালে এই সিরিজে কোনো আপডেট আসেনি। তাই তুলনামূলক কম দামি অ্যাপল ওয়াচের নতুন সংস্করণ আসার জোর সম্ভাবনা রয়েছে।
এয়ারপডস প্রো ৩: অবশেষে বড় ধরনের আপডেট পেতে যাচ্ছে এই হেডফোন। এতে থাকবে নতুন ডিজাইন, উন্নত অডিও কোয়ালিটি, আরও কার্যকর অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন, দ্রুতগতির চিপ, এবং তাপমাত্রা ও হৃৎস্পন্দন মাপার সুবিধা।
ম্যাক প্রো: অ্যাপলের একমাত্র ম্যাক যেটিতে এখনো এম৪ চিপ নেই। চলতি বছরের শেষ নাগাদ এতে আপডেট আসতে পারে।
ম্যাকবুক প্রো: সর্বশেষ ২০২৪ সালের অক্টোবরে আপডেট পেয়েছিল। তাই ২০২৫ সালের অক্টোবরে আবার রিফ্রেশ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও ডিজাইনে বড় পরিবর্তন না এলেও, এতে এম৫ চিপ যুক্ত হতে পারে।
অ্যাপল টিভি ৪কে: অনেক দিন ধরে এই ডিভাইসে কোনো আপডেট আসেনি। এবার এতে দ্রুতগতির প্রসেসর যুক্ত হতে পারে, যা অ্যাপল ইন্টেলিজেন্স ও কনসোল-মানের গেমিং চালাতে সহায়ক হবে। তবে ডিজাইনে পরিবর্তন না আসার সম্ভাবনাই বেশি।
হোমপড মিনি: প্রথমবারের মতো আপডেট পেতে যাচ্ছে ডিভাইসটি। এতে থাকবে দ্রুতগতির এস সিরিজ চিপ, উন্নত পারফরম্যান্সের জন্য অ্যাপল ডিজাইন করা ওয়াইফাই ও ব্লুটুথ চিপ এবং নতুন কিছু রঙের অপশন।
এয়ারট্যাগ ২: নতুন সংস্করণের এয়ারট্যাগে আলট্রা ওয়াইডব্যান্ড চিপ যুক্ত হতে পারে, যা রেঞ্জ বৃদ্ধি করবে। এতে আরও জোরালো স্পিকার থাকার সম্ভাবনাও রয়েছে।
তবে উল্লিখিত সব ডিভাইস এ বছরই বাজারে আসবে কি না, তা নিশ্চিত নয়। বিভিন্ন গুজব ও প্রযুক্তি বিশ্লেষকদের তথ্য অনুসারে এই তালিকা প্রস্তুত করা হয়েছে।
তথ্যসূত্র: ম্যাকরিউমরস