বাংলাদেশ জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে সকলকে নিয়ে ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে বলে মন্তব্য করেছেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব। বৃহস্পতিবার দুপুরে শহরের একটি চায়নিজ রেস্টুরেন্টে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনই আমাদের লক্ষ্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে উন্নত ও শান্তিপূর্ণ দেশ গড়তে চাই আমরা।
আব্দুর রব আরও বলেন, আমাদের কনসেপ্ট হবে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। জুলাই সনদের আইনগত স্বীকৃতি ও ন্যায়ভিত্তিক নির্বাচনের দাবিতে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি।
তিনি আশা প্রকাশ করেন, আগামী সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলাম সংসদে নেতৃত্ব দেবে এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবে।
বিডিপ্রতিদিন/কবিরুল