লিওঁর মাঠে দারুণ এক রোমাঞ্চকর লড়াইয়ের পর শেষ মুহূর্তের গোলে জয় তুলে নিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। লিগ আঁয় রবিবার রাতে উত্তেজনাপূর্ণ ম্যাচে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের শিষ্যরা। এই জয়ের সুবাদে আবারও লিগের শীর্ষে উঠে এসেছে ফরাসি চ্যাম্পিয়নরা।
বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে হারের হতাশা পেছনে ফেলে জয়ে ফিরল পিএসজি। ১২ ম্যাচে ৮ জয় ও ৩ ড্রয়ে তাদের সংগ্রহ এখন ২৭ পয়েন্ট। দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে মার্সেই।
উসমান দেম্বেলে ও দিজিরে দুয়ের চোটে পিএসজির আক্রমণভাগ ছিল দুর্বল, সঙ্গে আশরাফ হাকিমির অনুপস্থিতি রক্ষণেও প্রভাব ফেলে। এমন অবস্থায় অভিজ্ঞ মার্কিনিয়োসকে বেঞ্চে রেখে নতুন রণকৌশলে একাদশ সাজান লুইস এনরিকে।
ম্যাচের শুরুতে দুই দলই কিছুটা সতর্ক ছিল, তবে প্রথমার্ধের মাঝামাঝি থেকেই গতি পায় খেলা। ২৬তম মিনিটে ভিতিনিয়ার দারুণ এক থ্রু বল ধরে ডি-বক্সে ঢুকে কোণাকুনি শটে গোল করেন তরুণ মিডফিল্ডার ওয়ারেন জাইরে-এমেরি, পিএসজিকে এনে দেন প্রথম লিড।
তবে মাত্র চার মিনিট পরই সমতায় ফেরে লিওঁ। সতীর্থের লম্বা পাস ধরে নিচু শটে গোল করেন পর্তুগিজ তরুণ মোরেইরা। সমতা বেশিক্ষণ টেকেনি—৩৩তম মিনিটে ভিতিনিয়ার বুদ্ধিদীপ্ত পাস থেকে খাভিচা কাভারাৎস্খেলিয়া গোল করে আবারও এগিয়ে দেন সফরকারীদের।
প্রথমার্ধের শেষের দিকে তাগলিয়াফিকোর শট পোস্টে লেগে ফিরে এলে সমতায় ফিরতে ব্যর্থ হয় লিওঁ। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই ভাগ্য তাদের পক্ষে আসে। গোলরক্ষক শুভালিয়ের ভুলে বল পেয়ে দূরপাল্লার চমৎকার শটে গোল করেন মাইটল্যান্ড-নাইল্স, ম্যাচে ফের সমতা ফেরে ২-২ এ।
শেষ মুহূর্তে আবারও মোড় নেয় খেলা। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে কাং-ইনকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তাগলিয়াফিকো। এরপরই সেই কাং-ইনের কর্নার থেকে হেডে জয়সূচক গোল করেন পর্তুগিজ মিডফিল্ডার জোয়াও নেভেস।
বিডি প্রতিদিন/মুসা