গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্রাকের শিক্ষা কর্মসূচির আয়োজনে খেলার জগৎ মডেল বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা।
এ্যাডভোকেসি ফর প্লে’র আয়োজনে সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কমকর্তা মাহমুদ্দুনবী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিউল আলম মন্ডল, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক নাজমুল ইসলামসহ আরও অনেকে। শেষে শিশুরা ছড়া ও সঙ্গীত পরিবেশন করে। পরে অতিথিরা ব্রাকের প্রদর্শিত বিভিন্ন দেশি পণ্যের স্টল ঘুরে দেখেন।
বিডি প্রতিদিন/এএম