পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধ বিদ্যুৎ সংযোগ ও বকেয়া বিল পরিশোধ না করার দায়ে ২২৯টি লাইনবিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে অভিযান চালিয়ে তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার শেষ বিকেলে উপজেলার ধানখালী ইউনিয়নের ফুলতলী বাজার এবং কলেজ বাজারে পল্লী বিদ্যুৎ এর উদ্যোগে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.কাউছার হামিদ। এসময় পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির কলাপাড়া জোনাল অফিসার জয় প্রকাশ নন্দী, জুনিয়ার ইঞ্জিনিয়ার মো.আনোয়ার হোসেনসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পল্লী বিদ্যুৎ জোনাল অফিস সূত্রে জানা যায়, কলাপাড়া উপজেলায় ৭৫ হাজার গ্রাহক রয়েছে। এরমধ্যে প্রায় ৫ হাজার গ্রাহকের ২ কোটি টাকার মতো বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। এ বকেয়া বিল পরিশোধের জন্য একাধিকবার মাইকিং করা হলেও গ্রাহকরা তা পরিশোধ করেনি। এজন্য এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি কলাপাড়া জোনাল অফিসের ডিজিএম জয় প্রকাশ নন্দী বলেন, চলমান বিদ্যুৎ বিচ্ছিন্ন অভিযানে ২২৯ টি লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া অবৈধ বিদ্যুৎ সংযোগের দায়ে ফুলতলী বাজারে ১ জন এবং কলেজ বাজারে ২ জন ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জড়িমানা করা হয়েছে। বকেয়া বিল এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করনে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/এএম