গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন বলেছেন, তথ্য পাওয়া নাগরিকের অধিকার। কিন্তু এ তথ্য যেন অসৎ উদ্দেশ্যে বা কাউকে বিব্রত করার জন্য ব্যবহার করা না হয়। আমরা সাংবাদিকদের কাছ থেকে গঠনমূলক ও বস্তুনিষ্ঠ সমালোচনা প্রত্যাশা করি।
বুধবার (১৯ নভেম্বর) বিকেলে নিজ কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ আলম হোসেন বলেন, নতুন দায়িত্ব পেয়ে গাজীপুরে এসেছি। যতদিন দায়িত্ব পালন করবো, সততা-নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করবো। আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা একসঙ্গে এগিয়ে যাবো।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মুতাছেম বিল্যাহ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহাম্মদ হোসেন ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহেল রানাসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় সাংবাদিকরা জেলার গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধানে জেলা প্রশাসনের সহায়তা চান।
বিডি প্রতিদিন/কামাল