২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব শেষ হতেই আন্তর্জাতিক ফুটবলে শুরু হচ্ছে প্রীতি ম্যাচের প্রস্তুতি। সেই লক্ষ্যে দল ঘোষণা করেছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। ২৬ সদস্যের স্কোয়াডে ফিরেছেন রিয়াল মাদ্রিদের দুই তারকা ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগো।
আগের স্কোয়াডে জায়গা না পেলেও এইবার দলে ফিরেছেন তারা। তবে ইনজুরির কারণে এবার দলে নেই কয়েকজন তারকা খেলোয়াড়। চোটের জন্য স্কোয়াডের বাইরে রয়েছেন অ্যালিসন বেকার, নেইমার জুনিয়র ও রাফিনহা।
আন্তর্জাতিক ফুটবল বিরতিতে এশিয়া সফরে যাচ্ছে ব্রাজিল। তারা আগামী ১০ অক্টোবর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে। এরপর ১৩ অক্টোবর তাদের প্রতিপক্ষ জাপান।
প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলের দল
গোলরক্ষক: বেনটো, এদেরসন, হুগো সোসা
ডিফেন্ডার: কাইয়ো এনরিকে, কার্লোস আউগুস্তো, দগলাস সান্তোস, এদের মিলিতাও, ফাব্রিসিও ব্রুনো, গ্যাব্রিয়েল ম্যাগালহেস, বেরাল্দো, ভান্দেরসন, ওয়েজলি
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারেস, ক্যাসেমিরো, জোয়েলিন্তন, জোয়াও গোমেস, লুকাস পাকেতা
ফরোয়ার্ড: এস্তেভাও উইলিয়ান, গ্যাব্রিয়েল মার্টিনেলি, ইগোর জেসুস, লুইস এনরিকে, মাথেউস কুইয়া, রিশার্লিসন, রদ্রিগো, ভিনিসিউস জুনিয়র।
বিডি প্রতিদিন/মুসা