উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়েও শেষপর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। বার্সা ঘরের মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছে প্যারিসিয়ানরা।
বুধবার রাতে ম্যাচের ১৯তম মিনিটে তোরেসের এগিয়ে যায় স্বাগতিক বার্সেলোনা। ডি-বক্সে রাশফোর্ডের ক্রস করা বল চমৎকারভাবে স্লাইড করে বল জালে পাঠান এই স্প্যানিশ ফরোয়ার্ড। ৩৮তম মিনিটে মায়ুলুর গোলে সমতায় ফেরে পিএসজি। নুনো মেন্ডেসের দারুণ পাস পেয়ে বাঁ পায়ের শটে বল জালে জড়ান তরুণ ফরাসি তারকা।
দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে পিএসজি। দ্বিতীয় হাফে তেমন কোনো সুযোগই করতে পারেনি হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। তবে গোলেরও দেখা পাচ্ছিল না পিএসজি। মাঝে বার্সেলোনার দুইটি শট গোলমুখ থেকে ফিরিয়ে দেন পিএসজির দুই ডিফেন্ডার।
ম্যাচের একেবারে শেষভাগে ৯০তম মিনিটে হাকিমির ক্রস ঠাণ্ডা মাথার শটে জাল খুঁজে নেন গনকালো রামোস। তাতে চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়নদের জয় নিশ্চিত হয়।
এদিকে রাতের আরেক ম্যাচে জার্মান ক্লাব ডর্টমুন্ডের কাছে ৪-১ গোলে হেরেছে আরেক স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিক বিলবাও। জুভেন্টাসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে আরেক স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল।
বিডি প্রতিদিন/কেএ