টানা বৃষ্টি ও মেঘলা আবহাওয়ার কারণে ঢাকার বাতাসের দূষণ কিছুটা কমেছে। সাধারণত বর্ষায় বা বৃষ্টি হলে ঢাকার বাতাসের দূষণের মাত্রা কিছুটা কমে যায়।
বায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের বৃহস্পতিবার সকাল ১০টার রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান ৮৭, যা সহনীয় বাতাসের নির্দেশক। বায়ুদূষণের তালিকায় আজ ১৬তম অবস্থানে রয়েছে ঢাকা।
বায়ুদূষণের শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুমান আজ ১৭৪। শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো হলো— কাতারের দোহা, ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর কিনশাসা, ইন্দোনেশিয়ার বাটাম ও ভারতের নয়াদিল্লি। শহরগুলোর বায়ুমান যথাক্রমে ১৫৮, ১৪৪, ১৪৩ ও ১২৭।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এছাড়া, ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বিডি প্রতিদিন/কেএ