প্রায় দুই বছর ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনে গাজা আবারও রক্তক্ষয়ী একদিন পার করল। শনিবার (২৭ সেপ্টেম্বর) দিনভর আইডিএফের হামলায় উপত্যকাজুড়ে অন্তত ৯১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শুধু গাজা সিটিতেই প্রাণ হারিয়েছেন অন্তত ৪৫ জন। খবর কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার।
হামাস নিয়ন্ত্রিত সরকারের মিডিয়া অফিস জানায়, ইসরায়েল প্রতারণামূলকভাবে গাজার কেন্দ্রীয় ও দক্ষিণাঞ্চলকে ‘মানবিক নিরাপদ অঞ্চল’ হিসেবে ঘোষণা করলেও বাস্তবে সেসব এলাকায়ও অব্যাহত বোমাবর্ষণ চলছে। সরকারের হিসাবে, ১১ আগস্ট গাজা সিটি থেকে জোরপূর্বক বাস্তুচ্যুতি শুরুর পর থেকে এখন পর্যন্ত কেন্দ্র ও দক্ষিণে আইডিএফের অন্তত ১৩৩টি হামলায় প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছে। যা এই সময়কালের মোট মৃত্যুর প্রায় ৪৬ শতাংশ। তাদের অভিযোগ, এসব তথ্য প্রমাণ করে বেসামরিক নাগরিকদেরই সরাসরি লক্ষ্যবস্তু করা হচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতাকে ‘আরও গণহত্যার সবুজ সংকেত’ বলে নিন্দা জানিয়েছে গাজার কর্তৃপক্ষ।
অবিরাম হামলায় একের পর এক হাসপাতাল বন্ধ হয়ে যাচ্ছে। শনিবার ভোরে ভারী বোমাবর্ষণের কারণে গাজার অন্যতম প্রধান চিকিৎসাকেন্দ্র জর্ডান ফিল্ড হাসপাতাল থেকে ১০৭ রোগী ও পুরো মেডিকেল স্টাফকে সরিয়ে নিতে বাধ্য হয় প্রশাসন। অ্যানেস্থেসিয়া ও অ্যান্টিবায়োটিকসহ মৌলিক ওষুধের ঘাটতিতে চিকিৎসা কার্যক্রম কার্যত ভেঙে পড়েছে। একই সঙ্গে খাবারের অভাবে চিকিৎসকরাও দুর্বল হয়ে পড়েছেন।
কেন্দ্রীয় গাজায় আংশিকভাবে কয়েকটি হাসপাতাল চালু থাকলেও বিপুল সংখ্যক রোগী সেগুলোতে স্থান পাচ্ছেন না। এক বাস্তুচ্যুত ফিলিস্তিনি আল-জাজিরাকে বলেন, “পরিস্থিতি এমন যে, এক বিছানায় দুই রোগীকে শোয়াতে বাধ্য হচ্ছেন চিকিৎসকরা।”
অন্যদিকে, যুদ্ধবিরতির দাবিতে আন্তর্জাতিক অঙ্গনেও বিক্ষোভ চলছে। শনিবার জার্মানির বার্লিন ও যুক্তরাজ্যের লিভারপুলসহ বিভিন্ন শহরে হাজারো মানুষ রাস্তায় নামে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার সাংবাদিকদের বলেন, “গাজার জন্য একটি চুক্তি প্রায় চূড়ান্ত হতে যাচ্ছে।” তবে কোনো বিস্তারিত তথ্য বা সময়সীমা জানাননি তিনি। অন্যদিকে, হামাস জানিয়েছে যুদ্ধবিরতি নিয়ে কোনো পরিকল্পনা এখনো তারা পায়নি। এক হামাস কর্মকর্তা আল-জাজিরাকে বলেন, “আমাদের কাছে কোনো প্রস্তাব আসেনি।”
উল্লেখ্য, আগামী সোমবার ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠক হওয়ার কথা রয়েছে।
বিডি প্রতিদিন/আশিক