রাশিয়ার আধুনিক ড্রোন হামলা মোকাবিলায় ইউরোপ এখনও পুরোপুরি প্রস্তুত নয়। ড্রোন সনাক্তকরণ, প্রতিরক্ষা ও ধ্বংসের ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী নয়, এমন সতর্কতা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিরক্ষা ও মহাকাশ কমিশনার আন্দ্রিউস কুবিলিউস।
সোমবার লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে দেওয়া ভাষণে কুবিলিউস বলেন, 'পোল্যান্ডের ওপর রাশিয়ার ড্রোন হামলার পরও বুঝতে পারিনি, আমরা রাশিয়ার ড্রোন সনাক্ত ও ধ্বংস করার জন্য যথাযথ প্রস্তুত নই।'
ইউরোপের প্রস্তুতি ও সতর্কতার ঘাটতির প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, 'রাশিয়ানরা শিখছে। আমরা কি শিখছি?'
কুবিলিউসের মতে, ইউক্রেন রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ সামরিক অভিজ্ঞতা অর্জন করেছে। ইউরোপ এই অভিজ্ঞতা ইউক্রেনের সামরিক বাহিনীর কাছ থেকে গ্রহণ করে তার প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে পারে।
তিনি সতর্ক করে বলেন, 'যদি আমরা তা না করি, এটি একটি ঐতিহাসিক ভুল হবে, যা আমাদের দুর্বল করবে এবং ইউক্রেনকেও দুর্বল অবস্থায় ফেলবে।'
ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলোর সতর্কবার্তার প্রেক্ষাপটে ইইউ দ্রুত প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে, কারণ তারা আশঙ্কা করছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভবিষ্যতে ন্যাটো দেশের ওপর হামলার পরিকল্পনা করতে পারেন।
সেপ্টেম্বরের পোল্যান্ডে রাশিয়ার ড্রোন হামলার পর ন্যাটো তার পূর্ব প্রান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে। একই সঙ্গে আরও ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করছে।
সূত্র: দ্য মস্কো টাইমস
বিডি-প্রতিদিন/এমই