বৃষ্টির হানা পুরো সিরিজে ছায়ার মতো লেগেছিল। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের মাত্র দুইটি ম্যাচ মাঠে গড়াতে পারায় ১-১ সমতায় শেষ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের লড়াই।
সিরিজের শুরুটা দুর্দান্ত ছিল বাংলাদেশের যুবাদের। প্রথম ওয়ানডেতে ৮৭ রানের বড় জয় তুলে নেয় সফরকারীরা। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। বৃষ্টির কারণে ম্যাচটি ৪৫ ওভারে নামিয়ে আনা হলেও স্বাগতিকরা জয় তুলে নেয় সেই ম্যাচে।
তৃতীয় ম্যাচেও হানা দেয় বৃষ্টি। ম্যাচটি নামিয়ে আনা হয় ২৩ ওভারে। বাংলাদেশ ব্যাটিং করলেও, ইংল্যান্ড ব্যাট করতে না পারায় ফল হয়নি সেই ম্যাচে।
একইভাবে চতুর্থ ওয়ানডেতেও খেলা হয় আংশিক। এবার ইংল্যান্ড ব্যাট করলেও, বৃষ্টির কারণে ব্যাটিংয়ের সুযোগ হয়নি বাংলাদেশের। ফলস্বরূপ, ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
সিরিজের শেষ তথা পঞ্চম ম্যাচ মাঠে গড়ানোরই সুযোগ পায়নি। রোববার (১৪ সেপ্টেম্বর) নির্ধারিত ম্যাচটি টস হওয়ার আগেই টানা বৃষ্টিতে পরিত্যক্ত ঘোষণা করা হয়।
ফলে শেষ পর্যন্ত সিরিজটি ১-১ সমতায় শেষ হয়।
বিডি প্রতিদিন/মুসা