মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে শার্লটের কাছে ৩-০ গোলের ব্যবধানে হেরেছে মেসির মায়ামি। রবিবার ভোরে শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
এদিন ম্যাচের শুরু থেকেই মায়ামির সঙ্গে পাল্লা দিয়ে খেলেছে শার্লট। তবে ৩০ মিনিটে মায়ামিই প্রথম ভালো সুযোগ পায় এগিয়ে যাওয়ার। বক্সের ভেতরে শট নিতে যাওয়া মেসিকে ফাউল করলে পেনাল্টি পায় মায়ামি। তবে পেনাল্টির সে সুযোগ কাজে লাগাতে পারেননি মেসি। তার নেওয়া পানেনকা শট জায়গায় দাঁড়িয়ে বুদ্ধিদীপ্তভাবে রুখে দেন শার্লট গোলরক্ষক ক্রিস্তিয়ান খালিনা।
মেসির এই মিসের পরই একের পর এক গোল হজম করেছে মায়ামি। ৩৪ মিনিটে দলীয় আক্রমণ থেকে শার্লটকে প্রথম গোল এনে দেন টোকলোমাতি। এ গোল নিয়েই বিরতিতে যায় দুই দল। বিরতির পর চার মিনিটে ব্যবধান ২–০ করেন টোকলোমাতি। দুই গোলে পিছিয়ে পড়া মায়ামি এরপর চেষ্টা করেও আর সমতায় ফিরতে পারেনি। উল্টো ম্যাচের ৮৪ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে মায়ামির বড় হার নিশ্চিত করেন টোকলোমাতি। এটি টোকলোমাতির ক্যারিয়ারে প্রথম হ্যাটট্রিক।
বিডি প্রতিদিন/নাজিম