কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারবাং এর কলাতলী (১২নং ব্রীজ) এলাকায় নোহা-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মনসুর আলম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) আনুমানিক দুইটায় এ সড়ক দূর্ঘটনা ঘটে। চট্টগ্রামমুখী কাভার্ডভ্যানের সাথে কক্সবাজারমুখী কালো নোহার সাথে মুখোমুখি সংঘর্ষ হলে গাড়ি দুইটি ঝিরি ও বিলে ছিটকে পড়ে।
নিহত মনসুর আলম (৪২) বাশখালী উপজেলার বইলছড়ী ইউনিয়নের (৩নং ওয়ার্ড) এর বাসিন্দা। আহত মো. আরিফ (৪০) চট্টগ্রাম মহানগরের চেরাগী পাহাড় এলাকার বাসিন্দা। এছাড়াও আরও ৩ জন আহত হয়। যাদের নাম পরিচয় পাওয়া যায়নি।
আহত গাড়ির চালক আরিফ জানান, আমি যখন জাঙ্গালিয়ার পরপর সিটি গেইট অতিক্রম করছিলাম তখন কাভার্ডভ্যানটি খুবই দ্রুত গতিতে সামনের দিকে আসছিলেন। পুরোপুরি রং সাইডে এসে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে ঝিরিতে পড়ে যায় গাড়িটি এবং কাভার্ডভ্যানটি পশ্চিম পাশে পড়ে যায়। স্থানীয়রা এসে উদ্ধার করে ৪ জন যাত্রীকে লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয় এবং আমি পার্শ্ববর্তী আজিজনগরে ফার্মেসীতে চিকিৎসা নেই।চিরিঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট কর্ণ জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে দূর্ঘটনার খবর পেলে সাথে সাথে স্পটে আসি। তাদের নাম ঠিকানা এখনও সবগুলো পাওয়া যায়নি। গাড়িগুলো উদ্ধার করার ব্যবস্থা করা হচ্ছে এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এএম