ফরিদপুরে চাঁদাবাজি মামলায় শিকদার লিটন (৪৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যা, চাঁদাবাজি ও প্রতারণাসহ ডজনখানেক মামলা থাকার বিষয়টি জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর শহর থেকে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মামুনুর রশিদ ও উপপরিদর্শক (এসআই) আজিজের নেতৃত্বে একটি দল শিকদার লিটনকে গ্রেপ্তার করে।
গত ২৩ আগস্ট দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন ফরিদপুর সদর উপজেলার চরটেপাখোলা এলাকার বাসিন্দা মো. জাফর খান। এ মামলায় গ্রেপ্তারকৃত শিকদার লিটন জেলার আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের চরআজমপুর এলাকার মৃত সিদ্দিক শিকদারের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মামুনুর রশিদ বলেন, চাঁদাবাজির অভিযোগে শিকদার লিটনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা রয়েছে। সেই মামলায় বৃহস্পতিবার শহর থেকে তাকে গ্রেপ্তার করে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল