দীর্ঘ এক মাসের লড়াই শেষে অবশেষে রবিবার রাতে ইতিহাস গড়ল ভারতীয় নারী ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারত জিতল নিজেদের প্রথম নারী ক্রিকেট বিশ্বকাপ। জয়টা শুধু একটি ট্রফি নয়, বরং ভারতীয় নারী ক্রিকেটের নতুন যুগের সূচনা।
৩০ সেপ্টেম্বর শুরু হয়েছিল এই অভিযাত্রা, ২ নভেম্বর শেষ হলো সোনালি অক্ষরে লেখা এক অধ্যায়ে। ম্যাচের পর ট্রফি জড়িয়ে ঘুমিয়ে থাকা হরমনপ্রীতের ছবিটি এখন ভাইরাল। কিন্তু আরও বেশি আলোচনার জন্ম দিয়েছে তাঁর টি-শার্টে লেখা একটি বাক্য—“Cricket is a gentleman’s (EVERYONE’S) game”। ‘gentleman’s’ শব্দটি কেটে দিয়ে স্পষ্ট করে দিয়েছেন বার্তা: ক্রিকেট আর শুধু ভদ্রলোকদের খেলা নয়, এটি এখন সবার খেলা।
নিজের এক্স অ্যাকাউন্টে হরমন লিখেছেন, “কিছু স্বপ্ন এক বিলিয়ন মানুষের, এই কারণেই ক্রিকেট সবার খেলা।”
এই এক বাক্য যেন নারী ক্রিকেটের আত্মমর্যাদা ও অবস্থান নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে সবাইকে।
যেভাবে ১৯৮৩ সালের ২৫ জুন কপিল দেবের নেতৃত্বে ভারতীয় পুরুষ দল লর্ডসে বিশ্ব জিতে দেশজুড়ে ক্রিকেট বিপ্লব ঘটিয়েছিল, তেমনি ২০২৫ সালের ২ নভেম্বর হয়ে থাকল ভারতীয় নারী ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল দিন।
বিডি প্রতিদিন/মুসা