আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে প্রাথমিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘোষিত তালিকা অনুযায়ী, কক্সবাজার জেলার তিনটি আসনে প্রার্থী হয়েছেন— কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ, কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) সাবেক এমপি লুৎফুর রহমান কাজল, কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) সাবেক এমপি শাহজাহান চৌধুরী।
প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই সংশ্লিষ্ট এলাকায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাসের আমেজ ছড়িয়ে পড়ে। তবে মনোনয়ন বঞ্চিত নেতাদের সমর্থকদের মধ্যে হতাশা বিরাজ করছে। বিশেষ করে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে প্রার্থী ঘোষণা না হওয়ায় আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ ও এটিএম নুরুল বশর চৌধুরীর সমর্থকরা অপেক্ষায় রয়েছেন।
বিডি-প্রতিদিন/সুজন