চট্টগ্রাম নগরের চকবাজার কাপাসগোলা এলাকার হিজড়া খালে পড়ে মৃত্যু হয় ছয় মাসের শিশু আনাবিয়া মেহেরিন সেহরীশের। মৃত্যুর ঘটনায় ঘটিত তদন্ত কমিটি প্রতিবেদন প্রকাশ করেছে। গতকাল বিকালে এটি প্রকাশ করা হয়। বিভিন্ন ছবিসহ ওই প্রতিবেদনে এ ঘটনার সম্ভাব্য আটটি কারণ চিহ্নিত করেছে কমিটি। একই সঙ্গে চিহ্নিত কারণের বিশ্লেষণ ও দুর্ঘটনা প্রতিরোধে বিভিন্ন সুপারিশ, পদেক্ষেপ এবং স্বল্প ও মধ্য মেয়াদী কাজের কথা বলা হয়।
প্রসঙ্গত গত ১৮ এপ্রিল রাতে খালে পড়ে নিখোঁজ হয় সেহরীশ। পরদিন প্রায় পাঁচ কিলোমিটার দূরের চাক্তাই খালে তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় চসিক ১১ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি আহবায়ক ছিলেন চসিকের সচিব আশরাফুল আমীন ও সদস্য সচিব ছিলেন চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহামন।
প্রতিবেদনে সম্ভাব্য আট কারণের মধ্য আছে, অপরিকল্পিত অদক্ষ রিক্সা চালক, অরক্ষিত খাল, সচেতনতার অভাব, সংকীর্ণ-অপ্রশস্ত সড়ক, প্রশিক্ষিত জনবল ও উদ্ধার সামগ্রিক অভাব, ঝুঁকিপূর্ণ স্থান হিসাবে কোনো চিহ্ন না থাকা, খাল-নালা সমুহ বর্জ্য দ্বারা পূর্ণ থাকা এবং বৃষ্টিপাত।
বিডি প্রতিদিন/নাজমুল