চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ নেতার লাঠিয়াল বাহিনীর প্রধান হাম্মাদ আলীকে প্রতারণার মামলায় গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
হাম্মাদ আলী হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ পৌরএলাকার বড়ইন্দারা মহল্লার মৃত রাজ্জাক আলীর ছেলে ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমীনের লাঠিয়াল বাহিনীর প্রধান হিসেবে খ্যাত।
সোমবার রাত ১০টার দিকে একটি প্রতারণার মামলায় তাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। প্রতারণার মামলাটি দায়ের করেন জেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম ওরফে চাউনিজ রফিক।
সদর থানার ওসি মোঃ মতিউর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মোঃ রফিকুল ইসলামের দায়ের করা একটি প্রতারণার মামলায় হাম্মাদ আলীকে গ্রেফতার করা হয়েছে।
এব্যাপারে জেলা বিএনপির সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকারের সময় ৫৮লাখ টাকা মূল্যের জমিজমা কেনাকে কেন্দ্র করে তাকে বায়না হিসেবে চেক দেয়া হয়। পরে তাকে নগদ টাকা পরিশোধ করা হলেও তিনি আজ কাল করে চেকগুলো ফেরত দেননি। একপর্যায়ে তিনি রফিকুল ইসলামকে আওয়ামী লীগের নাম ব্যবহার করে ভয়ভীতি দেখান। এদিকে গত ৫ আগস্ট সরকারের পট পরিবর্তনের হলে তাকে বিভিন্নভাবে চেকগুলো ফেরত দিতে বলা হলেও তিনি চেক না দিয়ে তালবাহান করেত থাকেন। পরিপ্রেক্ষিতে আজ তিনি থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন।
উল্লেখ্য, গত ৮ মে রাতে হাম্মাদ আলীকে একটি লুটপাটের মামলায় গ্রেফতার করেছিল পুলিশ। পরে তিনি আদালত থেকে জামিন পান।
বিডি প্রতিদিন/নাজমুল