রাঙামাটিতে পাহাড়ের দরিদ্র জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ দিয়েছে সেনাবাহিনী।
জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে সোমবার রাঙামাটি সেনা রিজিয়নের তত্ত্বাবধায়নে কুতুকছড়ি বাজার সংলগ্ন বড় মহাপুরম উচ্চ বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্পেইন ও চিকিৎসা সহায়তা আয়োজন করে নানিয়ারচর সেনা জোন।
বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন উদ্বোধন করেন রাঙামাটি সেনা রিজিয়ন ৩০৫পদাতিক ব্রিগেডের বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক। এসময় রাঙামাটি নানিয়ারচর সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. মশিউর রহমান, ক্যাপ্টেন মো. আশিকুজ্জামান, মেজর আবু সালেহ মো. মেহেদী হাসান, ডা. মো. সোহেল চৌধুরী (শিশু বিশেষজ্ঞ) এবং স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডা. মো. মাসুদুর রহমান তালুকদার উপস্থিত ছিলেন।
দিনব্যাপী চলে বিনামূল্যে চিকিৎসা সেবা। এসময় পাহাড়ের দরিদ্র বাঙালি ও ক্ষুদ্র নৃ গোষ্ঠীর বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশু বৃদ্ধা চিকিৎসা সেবা গ্রহণ করেন।
চিকিৎসা সেবাকালীন রাঙামাটি সেনা রিজিয়ন ৩০৫পদাতিক ব্রিগেডের বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক বিভিন্ন রোগীর সাথে কথা বলেন। একই সাথে চিকিৎসা সেবা ক্যাম্পেইন প্রর্যবেক্ষণ করেন।
বিডি প্রতিদিন/জুনাইদ