চার দিনের যুদ্ধে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনাসহ ৩৫ জন নিহত এবং ২ লাখ ৭০ হাজার মানুষ বাস্তুচ্যুত হওয়ার পর দেশ দুটি যুদ্ধবিরতি পালন করছে। গত মধ্যরাত থেকে এ যুদ্ধবিরতি শুরু হয়েছে। মালয়েশিয়ার মধ্যস্থতায় এ যুদ্ধবিরতিতে সম্মত হয় দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী থাইল্যান্ড ও কম্বোডিয়া। এদিকে সমঝোতা বৈঠকের আগে থাই বাহিনীর হামলায় কম্বোডিয়ার একটি আর্টিলারি ঘাঁটি ধ্বংস হয় এবং উভয় পক্ষের গোলাগুলিও অব্যাহত ছিল। সূত্র : আলজাজিরা, রয়টার্স, বিবিসি, এএফপি। দুই পক্ষকে যুদ্ধবিরতিতে সম্মত করার পর গতকাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আনুষ্ঠানিকভাবে জানান, থাইল্যান্ড ও কম্বোডিয়া সোমবার মধ্যরাত থেকে নিঃশর্ত যুদ্ধবিরতিতে যাচ্ছে। তিনি বলেন, ‘কম্বোডিয়া ও থাইল্যান্ড একটি সমঝোতায় পৌঁছেছে। ২৮ জুলাই রাত ১২টা থেকে তাৎক্ষণিক নিঃশর্ত যুদ্ধবিরতি হবে।’ জানা গেছে, মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় আনোয়ার ইব্রাহিমের সরকারি বাসভবনে থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানের মধ্যে বৈঠকে এ যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়। বৈঠকে যুক্তরাষ্ট্র ও চীনের রাষ্ট্রদূতরাও উপস্থিত ছিলেন। আনোয়ার ইব্রাহিম আরও বলেছেন, সংঘাত নিরসনে উভয় দেশের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা নেতৃত্ব। বিতর্কিত সীমান্ত এলাকায় গত বৃহস্পতিবার থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে বিমান, ট্যাংক ও পদাতিক সেনাদের হামলা-পাল্টা হামলা শুরু হয়। সংঘাতে ৩৫ জন নিহত ও ২ লাখ ৭০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানায় মালয়েশিয়া সরকার। থাইল্যান্ড জানায়, চার দিনের সংঘর্ষে ৮ সেনা ও ১৩ বেসামরিক মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে কম্বোডিয়া ৮ বেসামরিক মানুষ ও ৫ সেনা নিহতের তথ্য নিশ্চিত করে। এ সংঘাত থাইল্যান্ডের সীমান্ত এলাকা থেকে ১ লাখ ৩৮ হাজার মানুষ ও কম্বোডিয়ার সীমান্ত থেকে ১ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষকে বাড়ি ছেড়ে পালাতে বাধ্য করেছে।
থাই হামলায় কম্বোডিয়ার আর্টিলারি ঘাঁটি ধ্বংস : এদিকে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতি আলোচনার আগে গতকাল থাইল্যান্ড কম্বোডিয়ায় বড় ধরনের হামলা চালায়। থাইল্যান্ড কম্বোডিয়ার আর্টিলারি ঘাঁটিতে এ হামলা চালিয়ে ঘাঁটিটি ধ্বংস করে দেয়। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, থাই সেনাবাহিনীর হামলায় তাদের আর্টিলারি ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে।