ভারতের জাতীয় ফুটবল দলের প্রধান কোচের শূন্য পদে পেপ গার্দিওলা ও জাভি হার্নান্দেজের নামে আসা আবেদনগুলোকে ভুয়া বলে জানিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)।
বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতীয় দলের পরিচালক জানান, সাবেক বার্সেলোনা কোচ জাভির নাম কোচ পদের আবেদনকারীদের তালিকায় ছিল। তবে এক টেকনিক্যাল কমিটির সদস্য বলেন, জাভিকে নিয়োগ দেওয়া ব্যয়বহুল হওয়ায় সেটি বাস্তবায়নযোগ্য নয় বলে মনে হয়েছিল।
শনিবার এক বিবৃতিতে এআইএফএফ জানায়, কোচ পদের জন্য তারা ১৭০টি আবেদন পর্যালোচনা করেছে এবং শেষ পর্যন্ত তিনজনকে চূড়ান্ত তালিকায় রেখেছে। তবে গার্দিওলা ও জাভির আবেদনপত্র ভুয়া বলে প্রত্যাখ্যান করা হয়েছে।
এর আগে জানা যায়নি যে ম্যাঞ্চেস্টার সিটি ম্যানেজার গার্দিওলার নামেও একটি আবেদন এসেছিল। এআইএফএফ বলেছে, “স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা ও জাভি হার্নান্দেজের নামে পাঠানো আবেদনপত্র ই-মেইলের মাধ্যমে আসে। পরে যাচাই করে দেখা যায়, এগুলোর সত্যতা নিশ্চিত করা যায়নি এবং শেষ পর্যন্ত প্রমাণিত হয়, এই আবেদনগুলো ভুয়া ছিল।”
ফেডারেশনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, এই দুই হাই-প্রোফাইল কোচ আসলে ভারতের কোচ হওয়ার জন্য কোনো আবেদন করেননি।
প্রসঙ্গত, গত বছরের জুনে আইগর স্টিমাচকে বরখাস্ত করে এআইএফএফ। এরপর স্প্যানিশ কোচ মানোলো মার্কেজকে নিয়োগ দেওয়া হয়। তবে তিনি সম্প্রতি পদত্যাগ করে ফের ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব এফসি গোয়ার কোচ হিসেবে যোগ দিয়েছেন।
বিডি প্রতিদিন/নাজিম