এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট শিরোপা জয়ের রেশ কাটতে না কাটতেই নতুন চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন রবার্তো ফিরমিনো। সৌদি ক্লাব আল-আহলির সঙ্গে অধ্যায় শেষ করে এবার পাড়ি জমাচ্ছেন কাতারের অন্যতম সফল ক্লাব আল-সাদে।
৩৩ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আল-সাদের সঙ্গে দুই বছরের চুক্তিতে যোগ দিয়েছেন। যদিও আল-আহলির সঙ্গে তার চুক্তির আরও এক বছর বাকি ছিল, তবে পারস্পরিক সমঝোতায় আগেভাগেই সেটির ইতি টেনেছেন তিনি।
২০২৩ সালে লিভারপুল থেকে আল-আহলিতে যোগ দেন ফিরমিনো। অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করে জানান দেন নিজের উপস্থিতি। তবে সবচেয়ে বড় কীর্তি আসে ২০২৪ সালের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট আসরে। দুর্দান্ত পারফরম্যান্সে আল-আহলিকে এনে দেন তাদের ইতিহাসের প্রথম মহাদেশীয় শিরোপা।
টুর্নামেন্টে ৬টি গোল করে ও গুরুত্বপূর্ণ মুহূর্তে গোলের সহায়তা দিয়ে আসরের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন তিনি। বিশেষ করে ফাইনালে আল-আহলির দুই গোলেই সরাসরি অবদান ছিল ফিরমিনোর।
আল-আহলি ক্লাবের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় ফিরমিনো বলেন,'আমি কৃতজ্ঞ ও খুশি। এই ক্লাবের হয়ে আমরা ইতিহাস গড়েছি। সবচেয়ে স্মরণীয় মুহূর্ত অবশ্যই এশিয়ার চ্যাম্পিয়ন হওয়া।'
এবার সেই এশিয়ান শ্রেষ্ঠত্ব ধরে রাখার লড়াইয়ে অংশ নেবেন কাতার স্টার্স লিগের চ্যাম্পিয়ন আল-সাদের হয়ে। কাতারের শীর্ষ এই ক্লাবটি দেশের সর্বোচ্চ ১৮ বার লিগ শিরোপা জিতেছে, আর সবশেষ মৌসুমেও ট্রফি ঘরে তুলেছে তারা।
বিডি প্রতিদিন/মুসা