রিয়াল মাদ্রিদের আইকনিক ১০ নম্বর জার্সি এবার কিলিয়ান এমবাপ্পের গায়ে উঠছে। ক্লাবটির কিংবদন্তি মিডফিল্ডার লুকা মদ্রিচ এসি মিলানে পাড়ি জমানোর পর শূন্য হওয়া এই জার্সিটি পাচ্ছেন এমবাপ্পে এমনটাই জানিয়েছে ফুটবলভিত্তিক বিশ্বস্ত সংবাদমাধ্যম ইএসপিএন।
রিয়ালে দীর্ঘ ১৩ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে বিদায় নেন মদ্রিচ। তার অবর্তমানে এই ঐতিহাসিক জার্সির দায়িত্ব এখন এমবাপ্পের কাঁধে।
শৈশব থেকেই রিয়াল মাদ্রিদে খেলার স্বপ্ন লালন করে আসছিলেন এমবাপ্পে। কিন্তু পথটা ছিল সহজ নয়। ক্লাব পরিবর্তনের প্রতিটি ধাপে তাকে পাড়ি দিতে হয়েছে নানা বাধা ও জটিলতা। তবুও অবশেষে ২০২৪ সালে স্বপ্নের ক্লাবে পা রাখেন তিনি।
রিয়ালে তার শুরুটা কিছুটা ধীরগতির হলেও, দ্রুতই নিজেকে প্রমাণ করেন এমবাপ্পে। প্রথম মৌসুমেই সব প্রতিযোগিতা মিলিয়ে করেন ৩৪ গোল, যা রোনালদোর অভিষেক মৌসুমের রেকর্ডকে ছাড়িয়ে যায়। সর্বশেষ লা লিগা মৌসুমে ৩১ গোল করে হন সর্বোচ্চ গোলদাতা। তবে দলগত সাফল্য ছিল অধরা লা লিগা শিরোপা হারায় বার্সেলোনার কাছে, আর চ্যাম্পিয়ন্স লিগেও পথ থেমে যায় আগেভাগেই।
ক্লাব বিশ্বকাপেও সেভাবে আলো ছড়াতে পারেননি তিনি। গ্রুপপর্বে অসুস্থতার কারণে মাঠের বাইরে ছিলেন, পরে সেমিফাইনালে সাবেক ক্লাব পিএসজির কাছে ৪-০ গোলে হেরে বিদায় নেয় রিয়াল।
তবে নতুন মৌসুমে ভিন্ন চেহারায় ফিরতে মরিয়া রিয়াল মাদ্রিদ। দলের পুনর্গঠনে নতুন ও অভিজ্ঞদের মিশেলে ভরসা রাখছেন কোচ চাবি আলোনসো। সেই পরিকল্পনার বড় অংশ এমবাপ্পে। এবার তার কাঁধে উঠছে ১০ নম্বরের ভার।
জাতীয় দল ফ্রান্সের হয়েও এই জার্সি পরেই খেলেন এমবাপ্পে। অনেকদিন ধরেই আলোচনা চলছিল, মদ্রিচের বিদায়ের পর এই জার্সি তিনিই পরবেন। এমনকি যদি মদ্রিচ চুক্তি নবায়ন করতেন, এমবাপ্পে তখন ৯ নম্বরেই খেলার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছে ইএসপিএন।
বিডি প্রতিদিন/মুসা