ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতি কিলিয়ান এমবাপ্পের ভক্তি নতুন কিছু নয়। তার শোবার ঘরের দেয়ালজুড়ে রোনালদোর পোস্টার, ছোটবেলা থেকেই তার খেলার স্টাইল অনুকরণ করার চেষ্টা সবই পুরোনো খবর। তবে এবার আরও একধাপ এগিয়ে এমবাপ্পের মা ফায়জা লামারি জানালেন, ছোটবেলায় রোনালদোকে এতটাই ভালোবাসতেন এমবাপ্পে, যে নিজেকে পর্তুগিজই ভাবতেন!
ফরাসি পত্রিকা লা' ইকুইপকে দেওয়া এক সাক্ষাৎকারে ফায়জা বলেন, “সবকিছু শুরু হয়েছিল জিদান দিয়ে, মাত্র চার বছর বয়সে। তারপর যখন রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে গেলেন এবং পরে রিয়ালে, তখন কিলিয়ান যেন তার একমাত্র আদর্শ খুঁজে পেল। সে বন্ধুর বাবার বাড়িতে যেত শুধু পর্তুগালের ম্যাচ দেখতে, আর বলত ‘আমি পর্তুগিজ।’ সে একেবারে পাগলের মতো রোনালদোকে ভালোবাসত।”
শুধু ভালোবাসা নয়, রোনালদোর পথ অনুসরণ করে রিয়াল মাদ্রিদে খেলার স্বপ্নটাও পূরণ করেছেন এমবাপ্পে। প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে চুক্তির মেয়াদ শেষে গত গ্রীষ্মে বিনামূল্যে রিয়াল মাদ্রিদে যোগ দেন এই বিশ্বকাপজয়ী তারকা।
বিডি প্রতিদিন/মুসা