জেন-জি তরুণদের বিক্ষোভে রণক্ষেত্র পরিণত হওয়া নেপালে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করা হয়েছে। এদিকে, কাঠমান্ডুর জটিল পরিস্থিতির কারণে দুই দিন বন্ধ থাকার পর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দর (টিআইএ) আনুষ্ঠানিকভাবে পুনরায় চালু হয়েছে।
বুধবার এক বৈঠকের পর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দর চালু সিদ্ধান্ত নেয় টিআইএ সিভিল এভিয়েশন অফিস।
বিমানবন্দরের মুখপাত্র রিনজি শেরপা এ তথ্য নিশ্চিত করেছেন।
টিআইএ সিভিল এভিয়েশন অফিস কর্তৃক জারি করা এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার বিমানবন্দরের নিরাপত্তা কমিটির বৈঠকের পর পুনরায় কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৯ সেপ্টেম্বর থেকে স্থগিত থাকা সমস্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট এখন পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।
যাত্রীদের আপডেটেড ফ্লাইট সময়সূচির জন্য এবং টিকিট ও লাগেজের ব্যবস্থা নিশ্চিত করার জন্য তাদের নিজ নিজ বিমান সংস্থাগুলোর সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা এবং ব্যাপক দুর্নীতি বন্ধে সরকারের ব্যর্থতার প্রতিবাদে গত রবিবার থেকে বিভোগ করে দেশটির জেন-জি তরুণরা। তাদের ব্যাপক বিক্ষোভের মুখে মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করেন। কিন্তু তার পদত্যাগের পরও দেশব্যাপী বিক্ষোভ এবং অগ্নিসংযোগের ঘটনায় ব্যাপক ধোঁয়ার সৃষ্টি হলে ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়। ফলে নিরাপত্তার স্বার্থে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটে সব ধরনের বিমান চলাচল বন্ধ হয়ে যায়।
সূত্র : হিমালায়ান টাইমস।
বিডি-প্রতিদিন/বাজিত