মাত্র ১৮ বছর বয়সেই ফুটবল বিশ্ব মাতিয়ে দিয়েছেন বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল। গত বছর কোপা ট্রফি জয়ের পর এবার ব্যক্তিগত সাফল্যের আরও বড় মঞ্চ ব্যালন ডি’অরকে সামনে রেখে এগিয়ে চলেছেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। ২০২৫ সালের ব্যালন ডি’অরের অন্যতম দাবিদার হিসেবেও ইতোমধ্যেই উঠে এসেছে তার নাম।
তবে ইয়ামালের লক্ষ্য শুধুই একটি ব্যালন ডি’অর নয়, বরং ইতিহাস গড়ার মতো অনেকগুলো। এক পডকাস্টে নিজের স্বপ্ন ও আত্মবিশ্বাসের কথা স্পষ্টভাবে জানিয়েছেন এই তরুণ ফুটবলার।
তিনি বলেন, “আমি আমার বন্ধুদের বলেছি, আমি শুধু একটি ব্যালন ডি’অর জেতার স্বপ্ন দেখি না আমি অনেকগুলো জেতার স্বপ্ন দেখি। আমি বিশ্বাস করি, আমার তা অর্জনের সামর্থ্য আছে। যদি আমি তা না পারি, তাহলে তার জন্য দায়ী হবো আমি নিজেই। তাই আমি নিজেকে সবসময় আরও ভালো করার চেষ্টায় রাখি।”
তিনি আরও যোগ করেন, “যেদিন প্রথম ব্যালন ডি’অর জিতব, আমি খুশি হবো। তবে সেটাই শেষ নয়। আমি চেষ্টার মধ্যে থাকব আরও অনেকবার জেতার এবং দলের সাফল্যে বড় ভূমিকা রাখার।”
গত মৌসুমে ইয়ামালের পারফরম্যান্সও ছিল ব্যতিক্রমী। ১৮ গোল ও ২৫টি অ্যাসিস্টে সরাসরি অবদান রেখে বার্সেলোনাকে ঘরোয়া ট্রেবল জেতাতে সাহায্য করেন তিনি। চলতি মৌসুমের শুরুতেও দুর্দান্ত ফর্মে রয়েছেন মাত্র পাঁচ ম্যাচেই সাতটি গোলের সঙ্গে জড়িত ছিলেন সরাসরি।
বিডি প্রতিদিন/মুসা