কয়েক সপ্তাহের আলোচনা-আলোচনার পর ইংলিশ তারকা মার্কাস রাশফোর্ডকে অবশেষে দলে টানতে যাচ্ছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে মৌসুমব্যাপী ধারের চুক্তি প্রায় চূড়ান্ত করেছে কাতালান ক্লাবটি। চুক্তিতে রয়েছে স্থায়ীভাবে নেওয়ার সুযোগও—চাইলে বার্সা আগামী গ্রীষ্মে মাত্র ৩৫ মিলিয়ন ইউরো খরচ করে তাকে পুরোপুরি নিজেদের করতে পারবে।
স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, ২৭ বছর বয়সী রাশফোর্ড রবিবার বা সোমবার বার্সেলোনায় মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন করবেন। এরপর মঙ্গলবার তাকে আনুষ্ঠানিকভাবে নতুন খেলোয়াড় হিসেবে উপস্থাপন করা হবে ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে।
প্রথম ধাপে ধারের ভিত্তিতে বার্সায় আসলেও এই চুক্তির বিশেষ একটি দিক রয়েছে। পুরো মৌসুমে রাশফোর্ডের বেতন দেবে কেবল বার্সেলোনা। ম্যানচেস্টার ইউনাইটেড এতে কোনো অর্থায়ন করবে না। তবে নিজের স্বপ্নপূরণের পথকে সহজ করে তুলেছেন রাশফোর্ড নিজেই। বছরে ১৮ মিলিয়ন ইউরো উপার্জনকারী এই ফরোয়ার্ড নতুন চুক্তিতে নিজের বেতনের প্রায় ৩০ শতাংশ ছাড় দিয়েছেন, ফলে বার্সেলোনায় তার বাৎসরিক আয় দাঁড়াবে প্রায় ১০ মিলিয়ন ইউরো।
বিশেষ সূত্র বলছে, রাশফোর্ড নিজেই বার্সায় যাওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। যদিও শুরুতে কাতালানদের মূল টার্গেট ছিলেন লিভারপুল উইঙ্গার লুইস দিয়াজ। তবে লিভারপুলের চাহিদা করা মোটা অঙ্কের ট্রান্সফার ফি সামলানো সম্ভব না হওয়ায়, বিকল্প হিসেবে দ্রুত রাশফোর্ডের সঙ্গে চুক্তিতে পৌঁছে যায় বার্সেলোনা।
লা লিগার নতুন মৌসুম শুরু হতে বাকি আর মাত্র কয়েক সপ্তাহ। তাই তার আগেই রাশফোর্ডকে নিবন্ধন করে মাঠে নামানোর প্রস্তুতি নিচ্ছে বার্সা। সবকিছু ঠিকঠাক থাকলে, কাতালান জার্সিতে খুব শিগগিরই মাঠে দেখা যাবে ইংলিশ এই ফরোয়ার্ডকে।
বিডি প্রতিদিন/নাজিম